সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ শ্যামনগর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
২ অক্টোবর রবিবার শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বর্ধিত সভার আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক জি এম মেহেদী হাসান মারুফ এর সভাপতিত্বে সদস্য সচিব বিকাশ ঘোষ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ন-আহবায়ক জি.এম মুজিবুর রহমান মুজিব, মধুসূদন মন্ডল, আকরামুজ্জামান আকু, বাবু লাল মন্ডল, মোঃ আব্দুল্লাহ আল মামুন, সদস্য আব্দুল কাদের, মনিরুজ্জামান মিশুক, আজিজুল হক রাজু, কামাল হোসেন প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বে নৌকা প্রতীকে ভোট চেয়ে ইউনিয়নে ইউনিয়নে সরকারের উন্নয়ন সফলতা তুলে ধরে প্রচারণা চালানো আহবান জানান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেহেদী হাসান মারুফ বলেন, দেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও উন্নয়ন সফলতা অর্জন ধরে রাখতে আবারও নৌকায় ভোট চাওয়ার জন্য গ্রাম থেকে গ্রামে কাজ করা আহ্বান করে। এ সময় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ শ্যামনগর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ন আহ্বায় উপস্থিত ছিলেন।