সাতক্ষীরার শ্যামনগরে ছোট বৌয়ের সহযোগিতায় বড় বউকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা। শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের সোনাখালী গ্রামের মাকসুদুর রহমান অভিযোগ করেন। তিনি বলেন আমার মেয়ে হাফিজ আক্তার কে শ্যামনগর কালীগঞ্জ কালিগঞ্জ সীমানা এলাকায় রতনপুর ইউনিয়নে মৃত দাউদ আলী সরদারের পুত্র মোঃ রহমত আলী এর সাথে শরীয়ত মোতাবেক ১৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে মারধর ও মানসিক নির্যাতন করে । তাদের একটি পুত্র সন্তান হওয়ার পর কিছুদিন ভালো গেলেও আবারও টাকার জন্য নানাভাবে অত্যাচার করে। তাদের ১৩ বছরের একটি পুত্র ও ছয় বছরের একটি কন্যা সন্তান আছে। তারপরও আমার জামাতা পর নারী আসক্ত হয়ে বড় বউ সম্মতি নানিয়ে গোপনে শ্যামনগর সদরে বিয়ে করে। বিয়ে করার কিছুদিন পর ছোট বউ বাড়িতে নিয়ে যায়। আমার মেয়ে জামাইয়ের কাছে আবার দ্বিতীয় বিয়ে করেছে কেন জানতে চাইলে জামাই রহমত আলী ও তার ছোট স্ত্রী হুজাইফা আক্তার আকলিমা দুজনে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যার পরে তার ঘরে মারধর করে, এক পর্যায় শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। আমার মেয়ের ছেলে রিফাত হোসেন তার ডাক চিৎকারে পার্শ্ববর্তী চাচারা এসে তাদের হাত থেকে উদ্ধার করে। তখন মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করে। শ্যামনগর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা ডাঃ সিউজ্জামান জানান, রোগীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, তার শারীরিক অবস্থা অবনতি দেখে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি আরো বলেন, আমার মেয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে খুব খারাপ অবস্থায় পড়ে আছে । মেয়েকে মার ধরে সাথে জড়িত জামাই ও ছোট বউয়ের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।