সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর শিশু সাহিত্য গবেষণা পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ৩০ অক্টোবর বিকাল সাড়ে ৪ টায় নূরনগর শিশু সাহিত্য গবেষণা পরিষদের আয়োজনে পরিষদের অস্থায়ী কার্যালয়ে জনপ্রিতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র পরিষদের উপদেষ্টা মন্ডলী এবং সদস্যবৃন্দের উপস্থিতিতে অত্র পরিষদের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সকলের সম্মতি ক্রমে প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শামীম আহমেদ, অধ্যক্ষ ডাঃ এম এ জাফর সিদ্দিকী, প্রাক্তন প্রধান শিক্ষিকা মিসেস রাহিলা আহমেদ, মোঃ মুনির আহমেদ ও এ্যাডঃ মোঃ শফিকুল ইসলামকে উপদেষ্টা করে এবং ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিলকে সভাপতি এবং এস এম জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডাঃ মাওঃ আব্দুল হান্নান ও মুফতি ফজলুল করিম, সহ সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লা মেজবা, কোষাধক্ষ্য হাফেজ মোঃ আবু দাউদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ আনোয়ারুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জিএম শাহনেওয়াজ, সাহিত্য সম্পাদক কবি গোবিন্দপ্রসাদ মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ রুস্তম আলী, সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল করিম, মোঃ সালাউদ্দিন লিটন, মোছাঃ সুমাইয়া খাতুন, রফিকুল ইসলাম।
উল্লেখ্য অত্র পরিষদটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অত্র এলাকার গরিব, দুখী, অসহায়, মানুষদের সেবায় এগিয়ে এসেছে, শীতকালে শীতার্তদের মাঝে শীতবস্তরে বিতরণ, পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, এলাকার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।