ধুলিহর ডিবি ইউনাইটেড হাই স্কুলে শিক্ষক, শিক্ষার্থী দের মাঝে ফলজ বৃক্ষ গাছের চারা বিতরণ হয়েছে।
আবহাওয়ার প্রতিকুলতা কাটাতে সাহায্য করতে পারে সবুজ বনায়ন। সেই লক্ষ্যে প্রতিদিন কনো না কোনো যায়গায় গাছের চারা প্রদান করছেন হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরার পরিচালক, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং বসন্তপুর নদীবন্দর কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন।
ফলজ বৃক্ষ বিতরণের ধারাবাহিকথায় ১৭-ই সেপ্টম্বর ২৩ রবিবার সকাল ৯ টায় ধুলিহর ডিবি ইউনাইটেড হাই স্কুলে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মিলিয়ে ৫০০ টি গাছের চারা বিতরণ করেন। ধুলিহর ডিবি ইউনাইটেড হাই স্কুলে শতশত ছাত্র-ছাত্রীর মাঝে নিজ হাতে গাছের চারা প্রদান করেন তিনি।
গাছ বিতরণ কালে ধুলিহর ডিবি ইউনাইটেড হাই স্কুলে প্রধান শিক্ষক মো মমিনুর রহমান বলেন, ‘হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার বৃক্ষরোপণ কর্মসূচী সত্যি প্রশংসার দাবিদার। জলবায়ু পরিবর্তন রোধে শেখ এজাজ আহমেদ স্বপনের মতো সকলকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা গাছ পেয়ে উচ্ছ্বাসিত প্রকাশ করেছে তা আশা ব্যঞ্চক। তাদের বেশি বেশি বৃক্ষ রোপনে উৎসাহিত করতে হবে।’
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং বসন্তপুর নদীবন্দর কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন গাছের চারা বিতরণ কালে বলেন, ‘বিগত বছরের ন্যায় হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরা গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচী চলমান রেখেছে, যা আগামীতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ‘নিজেদের বাঁচার তাগিদে বেশি বেশি গাছ লাগাতে হবে। শিশুদের গাছ লাগাতে উৎসাহিত করতে হবে। সম্মিলিত চেষ্টায় গাছ লাগিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আমরা প্রতিহত করবো।’
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা ডিবি ইউনাইটেড হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সহকারি শিক্ষক সুকুমার সরকার, মহসিন উদ্দীন, মো. মোস্তাফিজুর রহমান, মো. আবুল হাসান, আকলিমা খাতুন, রেহেনা পারভীন, রমেশ চন্দ্র সরকার, মো. ফয়জুল হক, জয়দেব কুমার বাছাড়, ভবতোষ কুমার সরকার, মো. মুকুল হোসেন।