বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ শ্যামনগর উপজেলা শাখার নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে পরিচিত সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক জি.এম মেহেদী হাসান মারুফ এর সভাপতিত্বে ও সদস্য সচিব বিকাশ ঘোষ এর পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক জিএম মুজিবুর রহমান, মধুসূদন মন্ডল, মোঃ সাগর হোসেন, আকরামুজ্জামান আকু, রফিকুল ইসলাম সানা, সাহেফ হোসেন বানি, সাবেক আইন বিষয়ক সম্পাদক মোঃ লিয়াকত আলী, সদস্য আজিজুল হক রাজু, মোঃ হোসেন আলী, আমিনুর রহমান, সৌভিক কুমার, মোঃ কামাল হোসেন, মোঃ আশারাফ হোসেন প্রমুখ।
পরিচিতি সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়নের সফলতা-মেগা প্রকল্প: স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১, পায়রা বন্দর, বঙ্গবন্ধু টানেল, শতভাগ করোনা টিকা নিশ্চিতকরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ,প্রতিবন্ধী ভাতা, মুজিব শতবর্ষ উপলক্ষে হাজার হাজার ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান, ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ (চলমান), মসজিদ-মাদ্রাসা, মন্দিরের সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ স্থানীয় উন্নয়নের সফলতা প্রচার করেন।
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান। পরিচিতি সভা শেষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ শ্যামনগর উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স.ম আব্দুস সাত্তার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।