সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামে আব্দুল আজিজ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে ৷
ঘটনাসূত্রে জানাগেছে যে, ৪ সেপ্টেম্বর ২০২২ তারিখ সোমবার দুপুরের দিকে মৃত বাহার আলী গাজীর ছেলে আব্দুল আজিজ তার ধানের জমিতে সার ছড়াতে গেলে বজ্রপাত পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷
পাশের জমিতে কাজ করা কৃষকরা পরবর্তীতে উদ্ধার করে বাড়িতে নেন ৷
কৃষকরা জানান, দুপুর ১টার আযানের পর হঠাৎ আজিজের উপর বজ্রপাত পড়ে ৷ আমরা দৌড়ে সেখানে মৃত্যু অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করি ৷
উপজেলার কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিষয়টি খুব দু:খজনক ৷ আজিজের স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে ৷