সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৩ শে জুলাই ( রবিবার) বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার,শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি,এম,আকবর কবীর, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল, রমজাননগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পতিত পাবন মন্ডল, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন প্রমুখ।
পাবলিক সার্ভিস দিবস পালন পরবর্তীতে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা জেলায় ১দিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপন কার্যক্রমে বৃক্ষরোপনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন