সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ব্রাহ্মাশাসন গ্রামের আজিজুল ইসলামের কন্যা আছিয়া খাতুন ১৪ মাসের শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
রবিবার সকালে পিতা আজিজুল ইসলাম রাজমিস্ত্রী কাজে যাওয়াই পাশের বাড়ি খেলা করছিলো শিশুটি। সেই সময় মা ওলুফা বেগম মেয়েকে রেখে ধানের জমিতে হাঁস তাড়াতে যায়, বাড়িতে ফিরে শিশু সন্তানের দেখতে না পেয়ে খুজতে থাকে বিভিন্ন জায়গায় খোজার পর তার খোলা বাড়ির পুকুরে ভাসতে দেখে।
ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, ব্রাহ্মাশাসন গ্রামের আজিজুল ইসলামের শিশু সন্তান আছিয়ার মৃত্যু হয়েছে তার পরিবারে শোকের মাতন চলছে।