দেবহাটার কামটায় দুপুরে ভাত খাওয়ার সময় পুরো পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই পরিবারের সদস্য কামটা গ্রামের আহত কুরবার আলী মোড়লের ছেলে নুর ইসলাম মোড়ল (৪৮) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহত নুর ইসলাম মোড়লের ছেলে সাব্বির হোসেন জানান, আমাদের বসতবাড়ির জমি সংলগ্ন একটি জমি স্থানীয় ইসমাইল তরফদার ও তার ছেলেরা ক্রয় করেছেন। কিছুদিন পূর্বে তারা আমাদের বাড়ির ভিতরে জমি পাবে বলে দাবি জানায়। এরই প্রেক্ষিতে তাদের সাথে আমাদের গোলোযোগের সৃষ্টি হয়। একপর্যায়ে আমিন এনে উভয় জমি মাপ জরিপের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এভাবে কিছু দিন কেটে গেছে। শুক্রবার (১৪ জুলাই) জুম্মার নামাজ শেষে আমরা বাড়িতে ফিরে ভাত খেতে বসি। এমন সময় ইসমাইল তরফদার ও তার ছেলে ফারুক তরফদার, নুর আলী তরফদারে ছেলে বাবুল তরফদার, হোসেন আলী তরফদার, সালেক তরফদারের ছেলেদের মধ্যে জুয়েল তরফদার, সোহেল তরফদার, মালেক তরফদার, কাদির তরফদারের ছেলে মারুফ তরফদার, আব্দুল খালেক তরফদারের ছেলে একরাম তরফদার সহ কয়েকজন সংঘবদ্ধভাবে লোহার রড, বাশের লাঠি সোঠা নিয়ে আমাদের বাড়ি প্রবেশ করে হামলা করে। এতে আমি সহ আমার পিতা নুর ইসলাম, মা সফুরা খাতুন, আমার স্ত্রী রিমা খাতুন, ছোট ভাই সাকিব হোসেন আহত হয়। তাদের হামলায় আমরা গুরুত্বর আহত হয়ে পড়ি। পরে স্থানীয়দের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা গ্রহন করি। তবে আমার পিতার অবস্থা অশংঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে চিকিৎসাধীন আছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দেবহাটা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল বলে আহতের স্বজনরা জানিয়েছেন।