দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে তুলে ধরতে ও জননেত্রী শেখ হাসিনা কে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে দেখতে এবং সরকারের সফলতা তুলে ধরে শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোলে অবস্থিত মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রবেশদ্বার ঐতিহ্যবাহী গ্যারেজ হাট বাজারে সর্বস্তরের জনগনের খোজখবরের পাশাপাশি ব্যাবসায়ীদের সঙ্গে গনসংযোগ ও কুশল বিনিময় করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
১২ জুলাই (বুধবার) বিকাল ৫ টায় গনসংযোগ ও কুশল বিনিময়ের সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশারফ হোসেন,শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব আকবর কবীর, রমাজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পতিত পাবন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য হাসিম সরদার, শ্যামনগর উপজেলা নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, সহসভাপতি মোঃ ফরিদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আঃ রশিদ গাজী ঈশ্বরীপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম ইউপি সদস্য আজিজুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক অনিমেষ কুমার পরিমল, মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি আজমল,যুবলীগ নেতা আব্দুল্লাহ, গ্যারেজ বাজার মোটরসাইকেল সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় মূহুর্তের মধ্যে শত শত মানুষের সমাগম ঘটে । শত শত নেতাকর্মী ও সাধারন জনগনের উপস্থিতিতে গণ সংযোগটি পথসভায় রুপান্তরিত হয়। পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবু অসীম কুমার মৃধা, বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকবর কবীর। সমাপনী বক্তব্যে সংসদ সদস্য এসএম জগলুল হায়দার সরকারের সফলতা ও উন্নয়ন তুলে ধরে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিক নৌকাকে পুনরায় ভোট দিতে সকলকে আহ্বান জানান।