শ্যামনগরের গাবুরায় পানিতে ডুবে মো. আব্দুর রহিম (০৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৬ জুলাই) বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, খুলনা জেলার কয়রা উপজেলার বেদকাশী (কাঠমারচর) গ্রামের মো. সাহেব আলীন পুত্র আব্দুর রহিম। ঈদুল আযহা’র পরবর্তী তে পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামে মামার বাড়ীতে বেড়াতে আসে ঘটনার আরও ৩ দিন আগে। বৃহস্পতিবার আনুমানিক বেলা দেড়টার দিকে আব্দুর রহিম তার মামাতো ভাই গাবুরার খলিশাবুনিয়া গ্রামের বাসিন্দা মামা আব্দুল্লাহর পুত্র মো. আব্দুর রহমান (৯) এর সাথে পুকুর পাড়ে খেলা করছিলো। তার কিছুক্ষণ পরেই আত্মীয়-স্বজনদের চিৎকার চেচামেচি শুনে সবাই পুকুর পাড়ে উপস্থিত হন। এমতাবস্থায় আব্দুর রহিম এর অবস্থা খুবই সংকটাপন্ন হওয়ায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করেন। এবং আব্দুর রহমান কে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মুন্সিগঞ্জের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে অবস্থার উন্নতি হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানকার কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সোহেলী আফরোজা অসুস্থ আব্দুর রহিম কে মৃত ঘোষণা করেন।