সুন্দরবন উপকুলীয় সাতক্ষীরার শ্যামনগর জনপদের মুন্সিগঞ্জ জেলে পল্লীতে অসহায় বাঘ বিধবা ফিরোজা বেগমের পাশে নিউজ সারাদিন। শ্যামনগরের সর্বোজন জনপ্রিয় অনলাইন ভিডিও নিউজ পোর্টাল নিউজ সারাদিন এর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সুন্দরবনে মাছ ধরতে যেয়ে বাঘের থাবায় নিহত জেলে মুজিবর রহমানের স্ত্রী ফিরোজা বেগম , অন্যের বাড়ীতে কাজ করে কোন রকমে দিনাতিপাত করেন। দুটি সন্তান নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বাঘ বিধবা ফিরোজা বেগম, এমন সংবাদ জানতে পেরে নিউজ সারাদিন এর সম্পাদক ও শ্যামনগর উপজেলার প্রেসক্লাবের সহ সভাপতি ও উপজেলা মেম্বর এসোসিয়েশন এর সাধারন সম্পাদক এবং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের মেম্বর এস কে সিরাজ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে তার ছোট কুঠিরে যান। এ খাদ্য সামগ্রী তিনি বাঘ বিধবা ফিরোজা বেগমের হাতে তুলে দেন। খাদ্য সামগ্রী পেয়ে বাঘ বিধবা ফিরোজা বেগম মহা খুশি।
এ খাদ্য সামগ্রীর মধ্যে ছিল,চাল,ডাল,তেল,চিনি,লবন,পিয়াজ,সাবান, হুইলের গুড়া ও মুড়ি।
এ সময় উপস্থিত ছিলেন সংবাদকর্মী ইয়াছিন মোড়ল, জান্নাতুল নায়িম,প্রদীপ কুমার দীপ,ইসমাইল হোসেন প্রমুখ।