ফাইল ছবি
দেবহাটায় মৃত্যুকালীন বীমার টাকা না দিয়ে বীরমুক্তিযোদ্ধার পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভূক্তভোগী বীরমুক্তিযোদ্ধা সহ পরিবারের সদস্যরা টাকা ফেতর পেতে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
উপজেলা নাজিরেরঘের গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধার মমিন উদ্দিন জানান, আমার সেনাবাহিনী গেজেট নং-১১০২০। গত ২০১৮ সালের মার্চ মাসের ২৮ তারিখে আমার স্ত্রী ছালেহা বেগম ডেলটা লাইফ ইন্স্যুরেন্স (পারুলিয়া শাখা) কোম্পানীতে একটি ৮ বছর মেয়াদী বীমা পলিসি খোলেন। যার বীমা পলিসি নং-৩০০০০০২১৬৩৭৪। এ বাৎসরিক এক হাজার আটশত পঁচাত্তর টাকা প্রদান করে আসছিলাম। কিন্তু দুর্ভাগ্য বশতঃ ২০২২ সালের ডিসেম্বর মাসের ২২ তারিখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমার স্ত্রীর মৃত্যু হয়। তার মৃত্যুর ২ মাসের মধ্যে মৃত্যু সনদপত্র, ডাক্তারী সনদপত্র, বীমার বই ও কিস্তির রশিদ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পারুলিয়া শাখার ম্যানেজার জগদীশ চন্দ্র মন্ডল এর নিকট জমা দেই। বীমার চুক্তি অনুযায়ী নির্দিষ্ট মেয়াদের পূর্র্বে স্বাভাবিক কারনে গ্রাহকের মৃত্যু হলে পুরো টাকা সহ পাওয়ার কথা থাকলেও বীমা কর্তৃপক্ষ আমাকে কোন টাকা প্রদান করেনি। এমনকি পুরো টাকা তো দুরে থাক ৪ বছরের কিস্তির জমা টাকাও এখন পাব কি না তার কোন নিশ্চয়তা নেই। বীমা অফিসে গেলে দীর্ঘদিন টালবাহানা করে আসছে। বর্তমানে বীমার টাকা ও সংযুক্ত কাগজপত্র উল্লেখিত ম্যানেজার গোপন করে দিয়েছে। আমি অর্থ আত্মসাতকারী, দুর্নীতিবাজ ম্যানেজার এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি।