কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২২। শনিবার (২৯ অক্টোবর) সকাল ৮ টায় কালিগঞ্জ থানা’র আয়োজনে থানা ক্যাম্পাস থেকে ব্যান্ড বাজনা বাজিয়ে “পুলিশই জনতা জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে বঙ্গবন্ধু ম্যুরালে শেষ হয়। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোকনুজ জামান বাপ্পী, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান আমিন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সেক্রেটারী এনামুল হোসেন ছোট, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কাজী কাহফিল অরা সজল, সহ সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু ও ঈলাদেবী মল্লিক, সাধারণ সম্পাদক শেখ ফিরোজ কবীর কাজল, কোষাধ্যক্ষ আলহাজ্ব শেখ আবুল খায়ের, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুকুমার দাশ বাচ্চুসহ কমিটির অন্যান্য সদস্য, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সূধী ও গ্রাম পুলিশ প্রমুখ।