দর্শক নন্দিত সংবাদ ভিত্তিক জনপ্রিয় টিভি চ্যানেল ডিবিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এম. বেলাল হোসাইন। গত ১৭ জুন ২০২৩ তারিখে চ্যানেলটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী স্বাক্ষরিত একপত্রে তাকে নিয়োগ প্রদান করা হয়। সাংবাদিক এম. বেলাল হোসাইন ২০১৩ সাল থেকে ঢাকা টাইমস টুয়েন্টিফোর এর সাতক্ষীরা প্রতিনিধি, স্থানীয় দৈনিক দক্ষিণের মশাল এর স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের সাতক্ষীরার বার্তা সম্পাদক ও ডেইলি সাতক্ষীরার বার্তা সম্পাদক হিসেবে কাজ করে আসছেন। এছাড়া তিনি স্বনামধন্য দৈনিক বাংলা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করেছেন। স্বচ্ছ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। তিনি সকলের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।
এদিকে, তিনি ডিবিসি টিভিতে নিয়োগ পাওয়ার পর থেকে সাতক্ষীরার একটি কুচক্রী মহল নানান চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। এবিষয়ে তিনি সাতক্ষীরার সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।