১৭ ই জুন শনিবার বিকাল ৫টায় শ্যামনগর উপজেলার রমজাননগরে বিল্লাল হত্যার
ঘটনায় বাদীপকে উল্টে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদের মানববন্ধন
করেন বিল্লালের পরিবার সহ এলাকাবাসীরা । মানব বন্ধন থেকে জানা যায় , গত
২৪ মার্চ ২০২৩ তারিখ ভোর ৬ টার দিকে আব্দুল মজিদের মাছের ঘেরীর কর্মচারী
ঠাকুরে ছেলে মাখন ঘেরীর মধ্যে বিল্লালের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীদের
জানালে শ্যামনগর থানা-পুলিশের এসআই সেলিম রেজা ঘটনাস্থল থেকে উপজেলার
রমজাননগর গ্রামের মৃত সাত্তার ছেলে বিল্লাল (৪০) মরদেহ উদ্ধার করে । এ
ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা দ্বায়ের করেন বিল্লালের পরিবার । মামলার
তিনজন আসামী গ্রেফতার হওয়ার পর বিজ্ঞ আদালত থেকে জামিনে বাড়ি এসে
বিল্লালের পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দায়ের করেন আসামিপ।
মামলায় বিল্লালে ভাই, চাচা সহ তিনজনকে গ্রেফতার করানো হয়। মানববন্ধনে
বিল্লালের স্ত্রী আকলিমা বেগম কান্নায় জড়িত কন্ঠে বলেন, রমজাননগরের
চিহ্নিত ভূমিদস্যু সন্ত্রাসী হরিপদ বর্মন, আলমগীর ও তাদের বাহিনী কর্তৃক
বিল্লাল হোসেনকে নৃশংস ভাবে হত্যা করে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে । উল্টা
আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে।
মানব বন্ধনে আরও বক্তব্য রাখেন, মোস্তফা গাজী, জাহাঙ্গীর গাজী, কুলসুম
বিবি সহ অনেকে । এলাকাবাসীরা বিল্লাল হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তি ও
হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তপে কামনা করেন