সাতক্ষীরার শ্যামনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী হয়েছে।
১৫ জুন ,স্পতিবার সকাল ৯ টায়, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন, শ্যামনগর আয়োজনে প্রথম খেলায় অংশ গ্রহণ করেন ভূরুলিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন সভাপতিত্বে। প্রধান অতিথি হিসাবে খেলা উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট জিএম শোকর আলী, শ্যামনগর উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।