সাতক্ষীরার শ্যামনগরে ২৩/০৩/২৩ তারিখ আকস্মিক টর্নেডোর সময় বজ্রপাতে নিহত রুহুল কুদ্দুস পরিবার কে নগদ অর্থ প্রদান করে ।
মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ১৪ জুন বুধবার বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস রুমে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জগলুল হায়দার। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জানান,
মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ হতে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমান্তে ৫ নদীর মহোনায় নদীতে মাছ ধরা কালীন আকস্মিক টর্নেডোর সময় বজ্রপাতে নিহত রুহুল কুদ্দুস এর স্ত্রী শাহানারা বেগম কে পঞ্চাশ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।