সাতক্ষীরার শ্যামনগর বাজারের দোকানে দোকানে বিভিন্ন রকমের ভেজাল আইসক্রিম সরবরাহ করার সময় আইসক্রিমের গাড়ি জব্দ সহ সরবরাহকারীকে আটক করে উপজেলা প্রশাসন। আটককৃত ব্যক্তি হলেন কালীগঞ্জ থানার খানজিয়া গ্রামের মৃত শুকর আলী গাজীর ছেলে ইবাদুল ইসলাম (৩৮)।
১২ই জুন সোমবার ১২ টার সময় দোকানে ভেজাল আইসক্রিম সরবরাহ করার সময় আইসক্রিমের ভ্যান সহ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। আইসক্রিমে অতিরিক্ত রং, কেমিক্যাল, উৎপান ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় জব্দ কৃত আইসক্রিম গাড়ির চাকায় পৃষ্ঠ করে বিনষ্ট করা হয়। আইসক্রিমের প্যাকেট এর গায়ে ঢাকা, যশোর, সাতক্ষীরা সহ বিভিন্ন জায়গা থেকে তৈরির ঠিকানা থাকলেও সেগুলো তৈরি হয় কালীগঞ্জে।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর হাসপাতালে কর্তব্যরত সেনেটারি ইন্সপেক্টর বিকাশ ঘোষ, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক সাহাবুর রহমান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। স্থানীয়রা এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।