সাতক্ষীরার শ্যামনগরে স্বামী পরিতোক্তা মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক” এই স্লোগানকে নিয়ে এগিয়ে চলা Earn N Live এর প্রতিষ্ঠাতা পরিচালক- ফরিদা ইয়াসমিন জেসি আপুর সার্বিক ব্যবস্থাপনায়, ফ্রেন্ডস অফ আর্ন এন্ড লিভের অর্থায়রে ফ্রেন্ডস অফ আর্ন এন্ড লিভ, সাতক্ষীরা টিমের বাস্তবায়নে একজন বিধবা মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা টিমের পরিচালক গাজী আব্দুর রউফ, টিমের সদস্য- মাহবুবুর রহমান, মোঃ ইমদাদুল, মফিজুল ইসলাম, জাকির হোসেন, মাসুদ রানা, সাইদুর রহমান প্রমুখ। সেলাই মেশিন পেয়ে বিধবা সাজিদা খাতুন আর্ন এন্ড লিভ এর প্রতি সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য আর্ন এন্ড লিভ ২০১৫ সাল থেকে সারাদেশে প্রতিবন্ধী, অসহায়, বৃদ্ধ, ও দুস্থ্য পরিবারদের সাবলম্বী করতে একঝাক তরুনদের নিয়ে কাজ করে যাচ্ছে।