সাতক্ষীরা শ্যামনগর উপজেলা সদর (নকিপুর) বাজারে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। রোববার (৪ জুন) দুপুর ১টা হতে ঘন্টা ব্যাপী যৌথ অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মোঃ আক্তার হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।
এসময় উপজেলা সদরে লোকাল বাসষ্ট্যান্ডে ঘোষ ডেয়ারী, হাসপাতাল রোডে আল-আমিন হোটেল, মদিনা হোটেল ও মোহাম্মাদিয়া হোটেল সহ মোট ৫ ব্যবসায়ীকে ১৩হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। যৌথ অভিযানে ম্যাজিষ্ট্রেটদ্বয় জানান ওই সমস্ত হোটেল ও রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
এসময় সড়কের উপরে বেআইনীভাবে গাড়ী পার্কিং করার জন্য গাড়ীর মালিককে জরিমানা করা হয়। এধরনের অভিযান অব্যহত থাকবে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদ্বয় জানান। শ্যামনগর থানা পুলিশ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।