শিরোনাম ::
শ্যামনগরে হত্যার মামলার আসামিরা ঘুরছে প্রকাশ্যে বিচারের দাবীতে বোনের সংবাদ সম্মেলন শ্যামনগরে সংবাদ সম্মেলন করলেন বিএনপি নেতা সহিদুজ্জামান শহীদ শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার উপকূলে সাউদান চ্যারিটি ফাউন্ডেশনে পানির ড্রাম বিতারণ। শ্যামনগরে ১০ জন প্রতিবন্ধী নারীকে আয়বর্ধক উপকরণ প্রদান শ্যামনগরে দুই আইনজীবীকে ফুলের শুভেচ্ছা প্রদান করলো রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃত্বে বিজয় দিবসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শ্যামনগরে ইউএনওর সাথে মতবিনিময় করলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ জলবায়ু সহনশীল সিসিআরসি’র সাংগঠনিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতকরণ সভা শ্যামনগর উপজেলায় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের কমিটি অনুমোদন সিরাজ সভাপতি ইয়াসিন সম্পাদক শ্যামনগর উপজেলা বাংলাদেশে রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন সিরাজ সভাপতি ইয়াসিন সম্পাদক শ্যামনগরে পাউবোর মেগা প্রকল্পে চলছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি শ্যামনগরে অধ্যক্ষ চেয়ারম্যান জাফরুল আলম গ্রেপ্তার শ্যামনগরে লিডার্সের আয়োজনে আন্ত স্কুল নারী ফুটবল প্রতিযোগিতা  সুন্দরবনের বনদস্যুর হাত থেকে মুক্তির দাবিতে জেলেদের মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের কমিটি গঠন পূনরায় সভাপতি বিলাল ও সাধারণ সম্পাদক মাছুম বীরত্বেগাথা সাতক্ষীরার সাফজয়ী তিন নারী ফুটবলারকে গনসংবর্ধনা নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা  সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগের অভিযানে হরিণের মাংসসহ নৌকা জব্দ শ্যামনগরে শিক্ষকের ওপর সন্ত্রাসী কিবরিয়ার হামলার প্রতিবাদে মানববন্ধন  দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ দানবীর মরহুম আলহাজ্ব জি এম সোহরাব আলীর ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র সহ আটক-১ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করলেন তাবাসসুম মাশিয়া তমা সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগের অভিযানে বনদস্যুদের কবল থেকে ১০ জেলে উদ্ধার শ্যামনগরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত  প্রতারক ভূমি দস্যু মোকসেদ আলী মেয়ে আসমা খাতুন পুলিশ এর হাতে আটক শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন বিএনপি শাখার উদ্দ্যোগে জন – সমাবেশ ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে- শ্যামনগরে জামায়াতে ইসলামী সমাবেশ অনুষ্ঠিত সন্ত্রাসী সংগঠন “বাংলাদেশ ছাত্রলীগ” নিষিদ্ধ হওয়ায় বিক্ষোভ ও আনন্দ মিছিল

এস এম আশিকুর রহমানের নেতৃত্বে সফলতার দ্বিতীয় বছর সাতক্ষীরা ছাত্রলীগ

মফিজুল ইসলাম( বিশেষ প্রতিনিধি
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

সাতক্ষীরার তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীদের আস্থা, ভরসা, বিশ্বাস ও ভালবাসার শেষ আশ্রয়স্থল সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান।

ছাত্র জীবন থেকে ছাত্রলীগের কর্মকান্ডের সঙ্গে যুক্ত তিনি। শুরুতে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, এরপর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বর্তমানে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্বে পালন করছেন তিনি। বঙ্গবন্ধুর হাতে গড়া দেশের সর্ববৃহৎ ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে আরও একধাপ এগিয়ে নিতে সাতক্ষীরা জেলা জুড়ে বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে মানবতার এক অন্যান্য দৃষ্টান্ত করেছেন আশিক।

আশিকুর রহমান সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন , পরে সাতক্ষীরা সিটি কলেজ থেকে এইচএসসি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ, লিডারশিপ ম্যানেজমেন্ট থেকে শর্ট কোর্স, বর্তমানে সাতক্ষীরা ল’ কলেজে অধ্যয়নরত রয়েছে। তার পিতা মোঃ মিজানুর রহমান ছিলেন কৃষি ব্যাংকের ডিজিএম, দাদা জেলা শিক্ষা অফিসার ছিলেন।
আশিকুর রহমান যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে নিজ উদ্যোগে সাতক্ষীরা জুড়ে বৃক্ষরোপণ, অসহায়, দুস্থ ও গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মেধাবী অসহায় গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী বিভিন্ন কর্মকান্ড পরিচালনা সহ ছাত্রলীগ নেতাকর্মীদের অসুস্থ্য ও দুর্ঘটনার খবর পেয়ে গভীর রাত হলেও ছুটে গিয়ে তাদের খোঁজ – খবর নেওয়া এবং সাধ্যমত সহযোগিতা করে মানবতার এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এ ছাত্রলীগ নেতা।

২০২১ সালের ২৫ মে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়ে এস এম আশিকুর রহমান বঙ্গবন্ধু মুরালে ফুল দিতে যাওয়ার পথে মেডিকেলে ভর্তি থাকা এক রোগীর স্বামী প্রতিবন্ধী সিরাজুলকে অর্থনৈতিক সাহায্য এবং সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা করার মাধ্যমে শুরু হয় তার মানবিক কার্যক্রম।

রাজপথের লড়াকু সৈনিক হিসেবেও রয়েছে প্রথম সারিতে। সাতক্ষীরায় ছাত্রলীগের ইতিহাসে এক অভূতপূর্ব পরির্বতন ঘটিয়েছেন তিনি। এমন ছাত্রনেতাকে পেয়ে সাতক্ষীরার ছাত্ররাজনীতি স্বচ্ছ এবং মানুষের আশ্রয় স্থলে পরিণত হয়েছে, এমনটাই দাবি করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

একনজরে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের সফলতার ২ বছরের মানবিক কার্যক্রমগুলো।
১ জুলাই ২০২১: করোনার সময় নিরাপদ দুরত্ব বজায় রাখতে সাতক্ষীরা কাচামালের বড় বাজার পিটিআই মাঠে স্থানান্তর করা হলে কাদার মধ্যে চলাচলের উপযোগী করতে ইটের সলিং’র ব্যবস্থা করা হয়। ১০ জুলাই করোনা পরিস্থিতিতে অসহায়ও নিম্নবিত্ত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। ১১ জুলাই শ্যামনগরে দরিদ্র বৃদ্ধের ভ্যান চুরি হয়ে যাওয়ার কথা শুনে ওই বৃদ্ধের পাশে দাঁড়ান। ১৯ জুলাই জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের নির্দেশে সাতক্ষীরা পৌর ৭ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ। ২৪ জুলাই সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতার চিকিৎসার সাহায্যের জন্য চেক প্রদান। ২৭ জুলাই অসুস্থ মাজেদার চিকিৎসার দায়িত্ব গ্রহণ। ২ আগস্ট জেলা ছাত্রলীগের সভাপতি আশিক বৃষ্টি এবং হাঁটু সমান পানি অতিক্রম করে অক্সিজেন পৌঁছে দিলেন। ৪ আগস্ট শ্যামনগর উপজেলার সুন্দরবন অঞ্চলে মধু, মাছ, কাঁকড়া সংগ্রহ করতে গিয়ে বাঘের কবলে প্রাণ হারিয়েছেন এমন বনজীবি পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়ে সাহায্য করেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ৬ আগস্ট অসহায় বাঘ বিধবাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ৮ আগস্ট অসুস্থ ছাত্রলীগ কর্মী কালামের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ৯ আগস্ট ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন জেলা ছাত্রলীগের সভাপতি আশিক নিজেই স্প্রে করেন। ১১ আগস্ট ফেসবুকে সংবাদ প্রকাশের পর মা হারা এতিম শিশুকে গুঁড়া দুধ ও স্বাস্থ্য সামগ্রী উপহার পাঠান। ২১ আগস্ট ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি জামায়াত জোটের পৃষ্ঠপোষকতায় বর্বর গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে জেলা ছাত্রলীগের সভাপতির বৃক্ষ রোপন। ২৪ আগস্ট উপকূলীয় বেড়িবাঁধ রক্ষায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের নির্দেশনা মোতাবেক নদী ভাঙ্গন এলাকায় বৃক্ষ রোপন। ২৫ আগস্ট শ্যামনগরে পায়ে রড পড়ানো আলোচিত অসহায় ভুষন মন্ডলের পরিবারকে ১ মাসের বাজার পৌঁছে দেন। ৫ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সভাপতির নির্দেশনা মোতাবেক শ্যামনগর উপজেলার আওতাধীন মাদ্রাসা গুলোতে পৌঁছে দেওয়া হয় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিক অনার্স ১ম বর্ষে ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের টাকা জমাদানসহ ভর্তি বিড়ম্বনার কথা শুনা মাত্রই সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষের সাথে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। ১৩ সেপ্টেম্বর ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে সুষ্ঠ নির্বাচনের দাবিতে শ্রমিক ভাইদের পাশে ছিল জেলা ছাত্রলীগের সভাপতি। ১৩ নভেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের সহযোগিতায় উপকূলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। ২১ ডিসেম্বর শীতের রাতে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা ছাত্রলীগের সভাপতি। ২০ ডিসেম্বর বাঘের আক্রমণে নিহত মুজিবর রহমানের পরিবারকে ১ মাসের বাজার পৌঁছে দেন জেলা ছাত্রলীগের সভাপতি।

১০ জানুয়ারি ২০২২: মুন্ডা জনগোষ্ঠীর জন্য শীতবস্ত্র পাঠালেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি। ১৩ জানুয়ারি এতিম হাফেজ শিশুদের মাঝে কম্বল বিতরণ করলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি। ২৪ জানুয়ারি প্রতিবন্ধী ধর্ষিতার পাশে থেকে তার চিকিৎসার খরচ থেকে বাসায় পৌঁছে দেন। ২৯ জানুয়ারি পথশিশু ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বুড়িগোয়ালিনি ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। ৩ এপ্রিল প্রথম রমজানে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ৪ এপ্রিল গরীব, মেধবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। ১১ এপ্রিল সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমানের পক্ষে শিশু হাফেজদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ১৪ এপ্রিল নববর্ষে প্রবীণ আবাসন কেন্দ্রে ইফতার সামগ্রী প্রদান। ২২ এপ্রিল পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। ২৯ এপ্রিল সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের পক্ষে কলারোয়া এতিমখানায় ইফতার বিতরণ করা হয়। ৩০ এপ্রিল তালায় নির্যাতিত তন্ময়ের সাথে সাক্ষাৎ করে ঈদ উপহার প্রদান করেন। ২ মে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের পক্ষ থেকে পদ্মপুকুর ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ২ জুন জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের পক্ষ থেকে শ্যামনগরের বানভাসি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
৫ জুন বাঘের আক্রমণে নিহত কাওছার গাইনের পরিবারের জন্য ১ মাসের খাবার সামগ্রী পৌঁছে দেন জেলা ছাত্রলীগের সভাপতি আশিক।
২০ জুলাই জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের নির্দেশনা অনুযায়ী শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী দুর্গাবাটি গ্রামের খোলপেটুয়া নদীর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণ।
২২ ডিসেম্বর গরিব, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
৬ মার্চ ২০২৩: এক মাস ব্যাপী মশা নিধন কর্মসূচি অব্যাহত রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আশিক। ২৩ মার্চ থেকে পুরো রমজান মাস ব্যাপী দরিদ্র, দুঃস্থ ও পথচারী দের মাঝে ইফতার বিতরণ করেন।

সর্বশেষ ২৫ এপ্রিল সাতক্ষীরায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান । এছাড়াও অসহায় দুস্থ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এই ছাত্রলীগ নেতা। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাজনীতিতে ভালো কাজের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগকে শক্তিশালী ও বেগবান করতে সাতক্ষীরা জেলার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে চাই।
তিনি আরও বলেন, সুস্থ রাজনৈতিক চর্চার মাধ্যমে জেলা ছাত্রলীগকে একটি স্মার্ট ছাত্রলীগ হিসেবে তৈরি করব। ছাত্রলীগের কর্মী দেখে মানুষ যেন বুকে জরিয়ে নেয়। এছাড়াও ছাত্রলীগের নেতিবাচক ভূমিকা ও ছাত্রলীগকে খেটে খাওয়া মানুষের বিপদের বন্ধু হিসেবেও পরিচয় করিয়ে দিতে চাই।
বার্তা প্রেরক
মফিজুল ইসলাম


এই বিভাগের আরো খবর