দেবহাটা প্রতিনিধি: দেবহাটা নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশব মা দিবস পালিত হয়েছে। রোববার দিবসটি উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, সফল মায়েদের সম্মাননা প্রদান ও চেক বিতরণ কার্যক্রমের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। দিবসটি পালনে সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলণ কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান’র সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ প্রমুখ। সভা শেষে সফল মায়েদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও চেক তুলে দেন অতিথিবৃন্দ।