দেবহাটা বাল্যবিবাহ প্রতিরোধে সরকারী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি সাথে বাল্যবিবাহ আইন, পলিসি কল ও তার প্রয়োগ কৌশল নিয়ে পলিসি ডায়ালগের অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মে মোমেন্টের অংশ হিসেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলন কর্তৃক বাস্তবায়িত দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মাদ তিতুমীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক প্রভাষক আবু তালেব মোল্যা, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মেম্বর, যুব কমিটির সদস্যবৃন্দরা।
দেবহাটা এরিয়া প্রোগ্রামের সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মো: টিপু সুলতানের সঞ্চালনায় যুব কমিটির সদস্যবৃন্দ পলিসি কলগুলো উপস্থাপন এবং উপস্থিত সকলে সরকারী ও বে-সরকারী সকলে মিলে সমন্বিতভাবে পলিসির বাস্তবায়নে কাজ করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার হিরো গাইন, সুশীলনের মনিটরিং ও ইভ্যালুয়েশন স্পেশালিস্ট মামুন হোসেন, কমিউনিটি ডেভালপমেন্ট অফিসার মিজানুর রহমান।
এদিকে, উপজেলা নির্বাহী অফিসার বাল্যবিবাহ প্রতিরোধে চার ধাপে প্রতিরোধের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। যার মধ্যে অতি দরিদ্র পরিবার, কিশোর-কিশোরীদের সাথে বাবা মায়ের সম্পর্ক, শিক্ষিত ও প্রাপ্তবয়স্ক বিবাহযোগ্য পাত্রের পাত্রী খোঁজার ব্যাপারে সচেতনতা এবং শিশু নিরাপত্তায় আইনের প্রয়োগ প্রাধান্য পায়। একসাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় নিয়ে আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।