সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ মধু খামারের কর্মচারীর হত্যা না আত্মহত্যা এই নিয়ে আলোচনা। সুন্দরবন হাই স্কুলের পাশে আব্দুল আলীমের পুত্র মোহাম্মদ রিয়াজ আলী গাজী কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যঞ্জারাম থানা ইশাখা নামক মৌ খামারে কাজ করতে যায়। গতকাল ইশাখা মৌ খামারের পরিচালক সিরাজুল ইসলাম সবুজ মোবাইল ফোন করে শ্যামনগর সুন্দরবন বাজারের স্থানীয় মধু চাষী মোশারফ হোসেনকে জানায় তার খামারের কর্মচারী এর রিয়াজ আলী আত্মহত্যা করেছে। মোশারফ হোসেন নিহতের এর পিতাকে ঘটনা জানায় এবং তার সহযোগিতায় লাশ বাড়িতে আনার ব্যবস্থা করেন বলে জানা যায়। লাশ বাড়িতে আনার পর দেখা যায় তার শরীরে অসংখ্য আঘাতে চিহ্ন। নিহতের পিতা স্থানীয় চেয়ারম্যান বাবু অসীম কুমার মৃধা কে জানায়। চেয়ারম্যান থানাকে অবহিত করেন। এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শিদ এর কাছে এঘটনা জানতে চাইলে তিনি প্রতিবেদককে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত-পূর্বক আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।