শ্যামনগর উপজেলার খুটিকাটা এলাকায় নদী থেকে গত ৮মে (সোমবার) রাত আনুমানিক ৯টার সময় অবৈধভাবে বালু উত্তোলন করার সময় মা বাবার দোয়া নামক এক কারগোয় থাকা দুই জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন। সূত্র জানায়,
খুটিকাটা এলাকার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার কে খবর দিলে তিনি উক্ত বালু কাটা কারগো জব্দ করা সহ কারগোয় থাকা দুইজন ব্যাক্তিকে আটক করে। এরপর অবৈধভাবে বালু কাটার অভিযোগে কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের আব্দুল হাই গাজীর পুত্র দিদারুল ও মুনছুর গাজীর পুত্র রোকনুজ্জামান কে বালু মহল আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন।