সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংস সহ ২ জন চরাকারবারি আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। (৮ মে সোমবার) সকাল সাড়ে ৯ টায় শ্যামনগর থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর সদরের বাদঘাটার গ্রামের খৈতলা থেকে ১২ কেজি হরিণের মাংস সহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, বাদঘাটা গ্রামের রুহুলামিনের ছেলে বরিউল ইসলাম (২৮)।একই গ্রামের আমাজাদ হোসেন ছেলে আজাদ হোসেন।
স্থানীয়ওরা জানান, রবিউল ইসলাম মার্কেন্টটাইস ইনসুরেন্সের চাকরির আড়ালে দীর্ঘ দিন ধরে হরিণের মাংসের ব্যাবসার সাথে জড়িত আছে।
অভিযানে থাকা শ্যামনগর থানার এস আই মোঃ সাখায়েতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মুজরুল, কনস্টেবল শাওন আহমেদ ও পলাশ উদ্দিন কে সাথে নিয়ে অভিযান চালিয়ে রবিউল ইসলাম ও তার মামা আজাদ হোসেনকে হরিণের মাংস সহ আটক করি থানা হেফাজতে আনা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে বন আইনের মামলার প্রস্তুতি চলছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল শ্যামনগর , ভেটেনারি সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, জানান, প্রাথমিকভাবে জব্দকৃত মাসে হরিণের চামড়া পাওয়া গিয়েছে এবং আটককৃত ব্যক্তি স্বীকার করেছেন তিনি ৮শ টাকা কেজি ধরে ক্রয় করেছেন।