ঢাকার ধামরাইয়ে আমেনা নূর ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় তিন হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ঔষধ প্রদান করা হয়। চার জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এ সেবা দেওয়া হয় সাধারণ মানুষের মাঝে।
শনিবার ৬ মে সকাল ০৯ থেকে বিকাল ০৪ টা পর্যন্ত নান্নার ইউনিয়ন পরিষদ মাঠে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ব্যবসায়ী সিআইপি ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্নার গ্রামের কৃতি সন্তান ও আফাজ উদ্দিন কলেজের অধ্যক্ষ জনাব তোফাজ্জল হোসেন, ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাকারিয়া দিপু, যুবলীগ নেতা কুশুরা ইউনিয়ন জাহিদুর রহমান জাহিদ, ঢাকা জেলা মোটর চালকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর, ধামরাই সরকারি কলেজের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব ও যুবলীগ কর্মী আলমগীর হোসেন সহ উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ।