সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে ৩ মে (বুধবার) দুপুর ১২টায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে । অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্যামনগর উপজেলার নিবার্হী অফিসার মোঃ আক্তার হোসেন।
সাতক্ষীরা আদি ঘোস ডেয়ারী নামীয় এক মিস্টির দোকানে বাসি জেলাপী দই থাকা সহ অনেক অভিযোগের কারণে ঐ প্রতিষ্ঠান কে পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে, বিসমিল্লা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার পরিদর্শনের কারণে পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে, আকলিমা হোটেলে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া গফফার নামের এক ব্যবসায়ীর দোকানের গলিতে ঢুকতে সে পালিয়ে যাওয়ায় তার দোকানে তালা দেন এবং তার মোটরসাইকেলটি চেয়ারম্যানের জিম্মায় দেন। এ সময় নির্বাহী অফিসারের সাথে ছিলেন শ্যামনগর থানার এসআই দীপক মন্ডল। উপজেলা নিবার্হী অফিসার আক্তার হোসেন বলেন এ রকম ভাবে কোথাও কোন প্রতিষ্ঠান ব্যাবসা করলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে আমারদের এ অভিযান চলমান থাকবে।