শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের সরদার মোড় সংলগ্নের এলজিইডির প্রকল্পের রাস্তায় নিম্নমানের ‘খ’ ও ইট দিয়ে তৈরি করছেন ঠিকাদার এলজিইডি অফিস ম্যানেজ করে দেদারচ্ছে কাজ করছেন ঠিকাদার প্রতিষ্ঠান
বিষয়টি নিয়ে এলজিইডি শ্যামনগর উপ-সহকারী প্রকৌশলীকে জানালে কোন তোয়াক্কা না করে বলেন রাস্তা নির্মাণ ফিনিশিংয়ের জন্য নিম্নমানের” খ”ও ইট ব্যবহার করতে হয়।
যদি রক্ষক হয়ে ভক্ষণ করে তাহলে এলজিইডির প্রকল্পের রাস্তা গুলো দৃশ্যমান হবে কি করে। রাস্তার চলোমান কাজের শ্রমিকদের কাছে খ” ও ইটের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার ও এলজিইডি উপ-সহকারী প্রকৌশলীর কথা মিলিয়ে বলেন আপনি তো দেখতে পারছেন কেমন খ”’ ও ইট আমাদের কাছে শোনা লাগে আর বিশেষ করে এলজিইডির রাস্তা নির্মাণের কাজে দুই নাম্বার ইটের” খ” ব্যবহার না করলে রাস্তা ফিনিশিং করা যায় না।
স্থানীয় নাম প্রকাশ অনিচ্ছুক অনেকেই বলেন এলজিইডির এই রাস্তায় ব্যাপক অনিয়ম করেছে। রাস্তায় কাজে প্রথম থেকেই নিম্নমানের ইটের ”খ” ব্যবহার করে আসছে কিন্তু আমরা প্রতিবাদ করলে যদি কাজ বন্দ হয় এই কারণে আমরা কোন কথা বলতে পারিনি। তবে ঠিকাদারের বিষয় জানতে চাইলে বলেন আমরা শুনেছি আশারাফ হোসেন এই রাস্তার কাজ করছে।
এবিষয়ে ঠিকাদার আশারাফ হোসেনের কাছে জানতে চাইলে বলেন রাস্তা ফিনিশিং করতে গেলে এই ধরণের ”খ” ব্যবহার করতে হয়।
এবিষয়টি এলজিইডি শ্যামনগর উপ-সহকারী প্রকৌশলীর কাছে জানতে চাইলে ঠিকাদারের কথার সাথে তাল মিলিয়ে বলেন ফিনিশিং দিতে গেলে ওপরে কিছু ব্যাশ মাল দিলে ফিনিশিং ভালো আসে আমরাও চাই ওপরে ফিনিশিং ভালো না আসলে কার ফিটিং এর সময় ঝামেলা হয়ে যায় রাস্তায় গ্যাপ থেকে যায় ওই গ্যাপ সিলাক করার জন্য কিছু বান্ডিং মেট্রিয়াল লাগে এখান আপনার বালু ভাটার শুড়কি এইগুলা দিয়া ওপারে সুন্দর করে রাখার আমাদের একুরেট ২০% বান্ডিং মেট্রিয়াল দরকার হয়।