কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে,বুধবার (৫ এপ্রিল) বেলা ১১ টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল সভাপতিত্বে,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ শাহিনুর রহমানের সঞ্চালনায়,উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উদ্দিন সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন আর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন,জেলা বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। যুগ্ন সম্পাদক শেখ মেহেদী হাসান সুমন।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কৃষি সমবায় বিষয়ক সম্পাদক আল মামুন সরদার।প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুর রহমান,ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গাজী জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামী লীগের সদস্য খান জাহিদুল ইসলাম বাবু, সদস্য শহিদুল ইসলাম, জিএম আতিয়ার রহমান,সদস্য নয়ন দাস, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর।মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোখলেসুর রহমান (মুকুল), ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল সাদাত রাজা।উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক জিএম মহিবুল্লাহ রনি,বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান।দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন প্রস্তুতির যুগ্ন আহবায়ক গৌতম মন্ডল,যুগ্ন আহবায়ক আইয়ুব আলী গাজী,যুগ্ন আহ্বায়ক রাজু আহমেদ, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ সরদার বাপ্পি ছাত্রলীগ নেতা রাশিদুল ইসলাম জয় বাংলা প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন ও গীতা পাঠ করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিকাশ স্বর্ণকার। উক্ত সভায় সদস্য সংগ্রহ ওয়ার্ড কমিটির সম্মেলন ও সাংগঠনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।