সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে দোকান মালিক ও বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করা হয়েছে। নূরনগর বাজার পেরিফেরির আওতায় আসায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক বাজার ব্যবসায়ীদের নোটিশ প্রদান করায় ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান উপজেলা সহকারী কমিশনার ভূমিকে সাথে নিয়ে গতকাল ২৬ অক্টোবর বুধবার বিকাল ৫ টায় নূরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন।এসময় ইউপি সদস্য জনপ্রিতিনিধি, শিক্ষক, সাংবাদিক, অত্র বাজার ব্যবসায়ী, দোকান মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
নূরনগর বাজার পেরি ফেরির আওতায় আসায় উপজেলার চেয়ারম্যান বাজারের সকল প্রকৃত ব্যবসায়ী এবং দোকান মালিকদের সুবিধা অসুবিধা শুনেন এবং সরকারি নিয়ম অনুযায়ী কোন প্রকৃত দোকান মালিক যেন তার দোকান থেকে উচ্ছেদ না হয় এবং প্রকৃত ব্যবসায়ীরা দোকান বন্দোবস্ত পায় সেদিকে লক্ষ্য রেখে দোকান বন্দোবস্ত দিতে উপজেলা সহকারী কমিশনার ভূমিকে অনুরোধ করেন।
উপজেলা চেয়ারম্যানের অনুরোধের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান বলেন, সরকারি আদেশ মান্য করা আমার দায়িত্ব। আপনারা নিয়মন্তান্ত্রিকভাবে দোকান বরাদ্দের জন্য আবেদন করুন। আমি সরকারি আইন মেনে প্রকৃত দোকান মালিক ও প্রকৃত ব্যবসায়ীদেরকে দোকান বরাদ্দ দেব। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখবো। আপনারা অযথা দুশ্চিন্তা করবেন না।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সজল হুসাইন, ইউনিয়ন সরকারি ভূমি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শামীম আহমেদ, শিক্ষক সুশান্ত কুমার ঘোষ, দৈনিক ডেল্টা টাইমস এর শ্যামনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক জিএম মনিরুজ্জামান মিশুক, সাংবাদিক মোঃ নুরুজ্জামান, সাংবাদিক মোঃ আনোয়ারুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী জিএম কছিম উদ্দিন, ব্যবসায়ী গোপাল দেবনাথ প্রমুখ।