সাতক্ষীরায় জেলা টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট জোরদার করা হয়েছে। আজ বুধবার ২৬/১০/২০২২ খ্রিঃ জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট, শাহনেওয়াজ তানভীর।
সাতক্ষীরা সদর পৌরসভা এলাকায় ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ ও (সংশোধনী) ২০১৩ এর ৫ এর (চ, ছ) লঙ্ঘনের দায়ে, বিধান মোতাবেক ৫ জন ব্যক্তিকে আইন লঙ্ঘন করে অবৈধ বিজ্ঞাপন প্রদর্শন করার অপরাধে মোট ৩,৫০০/- টাকা জরিমানা করা হয় এবং সিগারেটের অবৈধ বিজ্ঞাপন অপসরণ করা হয়। এসময় সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০০ মিটারের মদ্ধ্যে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ আনসার ও ভিডিপি এর এক চৌকশ দল এবং সুশান্ত মল্লিক, নির্বাহী পরিচালক, মৌমাছি ও এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা, কাজী মোহাম্মদ হাসিবুল হক। ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, বাস্তবায়নে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।