সাতক্ষীরার শ্যামনগরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারী) বিকাল ৫টায় উপজেলার রমজাননগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের টেংরাখালী বিএনপির আয়োজনে টেংরাখালী আরশাদ আমিনের মোড়ে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।এ জনসভায় আব্দুল হান্নান গাজীর সভাপতিত্বে উপস্তিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান, আশেক এলাহি মুন্না,
সদস্য, আহবায়ক কমিটিসাতক্ষীরা জেলা বিএনপি
সোলায়মান কবির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, শ্যামনগর উপজেলা বিএনপি, সহিদুজ্জামান সহিদ সদ্য সাবেক সভাপতি বিএনপি, আব্দুস সবুর সাবেক সভাপতি, রমজাননগর ইউনিয়ন বিএনপি, গাজী শাহ আলম উপজেলা বিএনপি নেতা মোঃ কামরুজ্জান সাবেক সিনিয়র সহ-সভাপতি রমজাননগর ইউনিয়ন বিএনপি আব্দুল মজিদ সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল ইসলাম লিটন রমজাননগর ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রমজাননগর ইউনিয়ন সেলিম খান সাবেক সভাপতি রমজাননগর ইউনিয়ন ছাত্রদল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় এ জনপদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে আমরা (বিএনপি) কাজ করছি। আগামী ১২ তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে। দ্বীপ ইউনিয়ন গাবুরাতে ২৫ সজ্জা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ সহ বুড়িগোয়ালিনী মুন্সিগঞ্জ কৈখালী রমজাননগর ইউনিয়নের অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করবো। গ্রামীণ অবহেলিত নারীদের স্বচ্চলতা ফেরাতে ফ্যামিলি কার্ড ও অন্যান্য সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ নিশ্চিত করবো। আমার নির্বাচনী এলাকায় কোনো অসহায় ব্যক্তি নির্যাতিত হতে দিবো না আমি সবসময়ই নির্যাতিত মানুষের পক্ষে থাকবো। বেকার শিক্ষিত যুবকদের ভাতার ব্যাবস্থা করবো। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মফিজুর মোড়ল ৮নং ওয়ার্ড বিএনপি।