নবঘোষিত জামালপুর শহর ও সদর পূর্ব শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুঃসময়ের রাজপথের ত্যাগী ও নির্যাতিত ছাত্রদল নেতাকর্মীরা।
বুধবার (২১ জানুয়ারি ) জামালপুর শহরের গুরুত্বপূর্ণ জিরো পয়েন্ট দয়াময়ী মোড় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নবঘোষিত কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ও সুবিধাভোগীদের স্থান দেওয়া হয়েছে।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনামলে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছে—তাদের মূল্যায়ন না করে হঠাৎ করে বিতর্কিতদের নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে, যা ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী।
মানববন্ধন থেকে অবিলম্বে জামালপুর শহর ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর দাবি জানানো হয়।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।