ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেসে একই স্থানে এসে মানববন্ধনে মিলিত হয়। মিছিলে এসময় নেতাকর্মীরা ‘তুমি-কে আমি-কে, ফিলিস্তিন-ফিলিস্তিন’, ‘বয়কট-বয়কট, ইসরায়েল-বয়কট’, ‘ফিলিস্তিন-ফিলিস্তিন, জিন্দাবাদ-জিন্দাবাদ, ইত্যাদি শ্লোগান দেন।
মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহব্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, তাজকিন আহম্মেদ চিশতি, বিএনপি নেতা মাসুম বিল্লঅহ শাহীন, শফিকুল আলম বাবু, শেখ শরিফুজ্জামান সজীব, হাসান শাহারিয়ার রিপনসহ বিএনপির নেতা কর্মীরা।
বক্তারা এসময় বলেন, পৃথিবী থেকে ইসরায়েলকে অবাঞ্চিত করতে হবে। মানবতার জয়গান, ফিলিস্তিনের জয়গান নিশ্চিত করতে হবে। ইসরায়েলী পন্য বয়কট করতে হবে। সকল ব্যবসা প্রতিষ্ঠানে কোন বিশৃঙ্খলা না করে ইসরায়েলি পন্য সরাতে ব্যবসায়ীদের অনুরোধ করেন তারা।
বক্তারা আরো বলেন, ইসরাইল নির্বিচারে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে। তাদের বর্বরতায় ইতিমধ্যে শিশু, নারী ও বৃদ্ধসহ হাজার হাজার নিরস্ত্র মানুষ শহীদ হয়েছে। আমরা সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে এই গণহত্যার প্রতিবাদসহ অবিলম্বে ওই সন্ত্রাসী রাষ্ট্রকে অবৈধ ঘোষনার দাবি জানাচ্ছি। বক্তরা এসময় ইসরাইলি পণ্য বর্জনের আহবান জানান এবং জাতিসংঘের হস্তক্ষেপে দ্রæত যুদ্ধ বন্ধের জোর দাবি জানান।##