শিরোনাম ::
প্রকাশ্যে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা বাউফলে সাংবাদিক এর উপর হামলা আহত-৫ গাজী শাহ আলমের নির্দেশনায় কৈখালীতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ নূরনগর ইউনিয়নে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় জলবায়ু পরিবর্তন ও মানবপাচারে আন্ত:সম্পর্ক বিষয়ক কর্মশালা শ্যামনগর থানা মাদ্রাসার কুরআন শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠান বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতারন শ্যামনগরে মুন্ডা ছাত্র-ছাত্রী জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে অবঃ সেনাবাহিনীর সদস্য সহ তিন প্রতারক আটক শ্যামনগরে হত্যার মামলার আসামিরা ঘুরছে প্রকাশ্যে বিচারের দাবীতে বোনের সংবাদ সম্মেলন শ্যামনগরে সংবাদ সম্মেলন করলেন বিএনপি নেতা সহিদুজ্জামান শহীদ শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার উপকূলে সাউদান চ্যারিটি ফাউন্ডেশনে পানির ড্রাম বিতারণ। শ্যামনগরে ১০ জন প্রতিবন্ধী নারীকে আয়বর্ধক উপকরণ প্রদান শ্যামনগরে দুই আইনজীবীকে ফুলের শুভেচ্ছা প্রদান করলো রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃত্বে বিজয় দিবসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শ্যামনগরে ইউএনওর সাথে মতবিনিময় করলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ জলবায়ু সহনশীল সিসিআরসি’র সাংগঠনিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতকরণ সভা শ্যামনগর উপজেলায় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের কমিটি অনুমোদন সিরাজ সভাপতি ইয়াসিন সম্পাদক শ্যামনগর উপজেলা বাংলাদেশে রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন সিরাজ সভাপতি ইয়াসিন সম্পাদক শ্যামনগরে পাউবোর মেগা প্রকল্পে চলছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি শ্যামনগরে অধ্যক্ষ চেয়ারম্যান জাফরুল আলম গ্রেপ্তার শ্যামনগরে লিডার্সের আয়োজনে আন্ত স্কুল নারী ফুটবল প্রতিযোগিতা  সুন্দরবনের বনদস্যুর হাত থেকে মুক্তির দাবিতে জেলেদের মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের কমিটি গঠন পূনরায় সভাপতি বিলাল ও সাধারণ সম্পাদক মাছুম বীরত্বেগাথা সাতক্ষীরার সাফজয়ী তিন নারী ফুটবলারকে গনসংবর্ধনা নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা  সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগের অভিযানে হরিণের মাংসসহ নৌকা জব্দ শ্যামনগরে শিক্ষকের ওপর সন্ত্রাসী কিবরিয়ার হামলার প্রতিবাদে মানববন্ধন 

প্রকাশ্যে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি:
হালনাগাদ : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামের এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে । বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয়। সন্ধ্যায় পৌরশহরের উকিলপাড়ার পানমহল সংলগ্ন একটি সড়কে প্রকাশ্যে তার ওপর হামলার ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা (এসআই) পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের পুত্র।
তার পরিবার নিশ্চিত করে বলেন তিনি জামালপুরে বেতারে কর্মরত ছিলেন।

এদিকে, ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ দেখা যায়,
সন্ধ্যা ৬টা ২১ মিনিটে পান মহল সংলগ্ন সড়কে আগে থেকেই অবস্থান নিয়ে রাখা কয়েকজন দূর্বৃত্ত আচমকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে ঘেরাও করে হাতে এবং পায়ে কোপাতে শুরু করে। এ সময় তিনি একাধিক বার পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ।

রাত ৯ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্য রত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাফিউল ইসলাম জানান,গতকাল বুধবার সন্ধ্যায় ছুটিতে দুর্গাপুর এসেছিলেন পিতা শফিকুল ইসলাম। আগামীকাল শুক্রবার সকালে তাদের নিয়ে ময়মনসিংহে একটি ভাড়া বাড়িতে উঠার কথা ছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু জানান, শফিকুল ইসলাম জামালপুরে বেতারে এসআই পদে কর্মরত ছিলেন। গত ৮ জানুয়ারি ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। তবে আজ সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৯ টার পর সেখানে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি।

তবে আলামত হিসেবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও দেখে হামলাকারীদের সনাক্তের চেষ্টা চলছে এবং গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম অভিযান করছে । এই ঘটনায় একটি মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর