বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি:
বাউফলের জমি-জমার বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে এক সাংবাদিক ও নারীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাউফলের দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, দৈনিক খবরপত্রের বাউফল প্রতিনিধি এইচএম বাবলু(৪২), তানজিলা আক্তার(৩৫),ঝুম আক্তার(৩০), সাইদুর রহমান সোহেল(৩৫) ও জান্নাতুল ফেরদৌস(৩৮)।
আহত সাংবাদিক এইচএম বাবলু জানান, সকালে তারা জমির সীমানা পিলার স্থাপণের জন্য ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ শাহ আলম গাজী(৪৮), মনির(৪০) ও আব্দুল রশিদ গাজীর(৫৩) নেতৃত্বে ৪০-৫০ জন লোক ধারালো অস্ত্রঅস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে এবং কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এদের মধ্যে তানজিলা আক্তারকে গুরুতর অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রতিপক্ষ শাহ আলম গংরা জামায়াত আর আহতরা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রশিদ গাজী ও মনিরকে আটক করে থানায় নিয়ে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।