সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা গাজী শাহ আলমের নির্দেশনায় বুধবার (৮ জানুয়ারি) দুপুরে যাদা বাজার এলাকায় এই কর্মসূচি পরিচালিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে কৈখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আজাদ খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, রাশেদুল ইসলাম রাসু, মুক্তার হোসেন, জাহাঙ্গীর আলম,শরিফুল ইসলাম, বাবু,ইমরান, আশিক, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণের সময় কৈখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আজাদ খোকন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকলকে এই কর্মসূচি সফল করতে এগিয়ে আসতে হবে।
স্থানীয় জনগণ কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে এবং বিএনপির ঘোষিত দফাগুলো সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে।
উল্লেখ্য, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধার, দুর্নীতি প্রতিরোধ, এবং অর্থনৈতিক উন্নয়নের ওপর জোর দেয়। অনুষ্ঠানের শেষে নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।