মেসাতক্ষীরার শ্যামনগরে আদালতের ১৪৫ অমান্য করে উপজেলা সদরে এক ইউপি সদস্য বিরুদ জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে।
৩০ ডিসেম্বর শনিবার সকাল ৮টার দিকে
ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত সাকাত শেখর পুত্র রেজাউল শেখের নেতৃত্বে একই গ্রামের সাবেক ইউপি সদস্য মোশাররফ বাহিনীর সদস্যরা ক্ষমতার দাপটে স্থানীয় প্রভাব খাটিয়ে ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়ে মোছাঃ মনোয়ারা খাতুন (৪৮) নামের এক অসহায় মহিলার ওয়ারেস সূত্রে প্রাপ্ত জমির ঘেরাবেড়া উচ্ছেদ করে জবরদখল করার অভিযোগ উঠেছে। শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের দক্ষিণ পাড়ার খৈ’তলা কালভার্টের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাদঘাটা গ্রামের মৃত নুরুল ইসলামের কন্যা মনোয়ারা খাতুন তাহার পৈতৃক সূত্রে প্রাপ্ত ০.১৮ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে। কিন্তু কিছুদিন পূর্বে তাহার ভাই মোঃ রফিকুল ইসলাম ও ভাতিজা নুর আলম তার জমি দখলের চেষ্টা করলে মনোয়ারা খাতুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র আদালত সাতক্ষীরা পি ১৭১৬/২২ মতে শ্যাম, নং মামলা (১৪৫ ধারা ) করেন। তাহার প্রেক্ষিতে শ্যামনগর থানা পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে উভয়পক্ষকে কোন প্রকার কাজ না করার নির্দেশ প্রদান করেন। এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের ২১ আগষ্ট ২২ তারিখে ২৪৮১ স্মারকের আদেশমতে ১৪৫ কৃত জমি মনোয়ারা খাতুনের ভোগদখলে আছে মর্মে মহামান্য আদালতে প্রত্যায়ন প্রদান করেন। যাহার আদালতে ধার্য দিন আগামী ২০২৩ সালের ২৩ জানুয়ারি। কিন্তু আদালতের ধার্য দিন আসার পূর্বেই মনোয়ারা খাতুন বাড়িতে না থাকার সুযোগ নিয়ে মোঃ রফিকুল ইসলাম অর্থের বিনিময়ে ক্ষমতার দাপট ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাহমুদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোশরাফ বাহিনীকে দিয়ে উক্ত ১৪৫ কৃত জমির সম্পূর্ণ ঘেরা বেড়া উচ্ছেদ করে জমিটি জবরদখল করেছে বলে অভিযোগ করেন মোনোয়ারা খাতুন।