সাতক্ষীরায় শহরের সুলতানপুর বড় বাজারে অভিযান চালিয়ে (৪) মুদি ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে শহরের সুলতানপুর বড় বাজারের ফতেমা স্টোর, নিত্য স্টোর, খানপুর স্টোর, কদমতলা বাজারের রাকিব এন্টারপ্রাইজে এই অভিযান চালানো হয়।
এসময় চিনির প্যাকেট ভেঙে তা অন্য পলিথিনের প্যাকেটে ভরে বেশী দামে বিক্রি করার অপরাধে তাদের জরিমানা করা হয়।
একই সাথে মিথ্যা তথ্য দেয়ার অপরাধে শহরের জজ কোর্ট মোড়ের আসাদুল স্টোর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা ক্যাবের সদস্য সাকিবুর রহমান বাবলাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।