শ্যামনগর এইচ পি এল ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ফাইটার্স এর জয়লাভ
শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনির্বাণ ক্লাবের আয়োজনে ট্রফি ফাইটার্স বনাম বন্ধু মহল ক্রিকেট একাদশ এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ই ডিসেম্বর) দুপুর ২ টায় চতুর্থ দিনের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রফি ফাইটার্স টচে জিতে বন্ধু মহল ক্রিকেট একাদশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। বন্ধু মহল ক্রিকেট একাদশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রান করতে সক্ষম হয়। অন্যদিকে ট্রফি ফাইটাস ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভার ৩ বল খেলে ৪ উইকেটে জয় লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ এর খেলোয়ার তাপস ৪৭ বল খেলে ৬৪ রান করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেন ,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়লের সুযোগ্য পুত্র রাসেল মাহমুদ এবং বংশীপুর ডেন্টাল কেয়ার ডাক্তার জাকির হোসেন। ধারাভাষ্য ছিলেন রোকনুজ্জামান ফজলুল হক মাহাবুব হোসেন। আম্পায়ারের দায়িত্বে ছিলেন নূর হোসেন ও রাসেল। আগামী বুধবার ২১শে ডিসেম্বর সুন্দরবন প্রেসক্লাব বনাম হরিনগর কিংসের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে দুপুর ২ টায়।