সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি প্রতিষ্ঠান উত্তরণের আয়োজনে জলবায়ু পরিবর্তন এবং সম্ভাব্য সমাধানের উপর যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২০ (ডিসেম্বর) সকাল ১০ টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এডুকো বাংলাদেশের সহযোগিতায় জিটুপি প্রকল্প জলবায়ু পরিবর্তন এবং সম্ভাব্য সমাধানের উপর যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকতা মোঃ লতিফুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আজিজুল হক, নওয়াবেকি মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসদুজামান মিঠু, বিড়ালক্ষী মহিলা মাদ্রাসার সুপার মোঃ একবাল কবির। এসময় আরো উপস্থিত ছিলেন উত্তরণ তালা প্রোজেক্ট ম্যানেজার কৃষিবিদ শহিদুল ইসলাম, উত্তরণ শ্যামনগর প্রোজেক্ট ম্যানেজার নাজমা আক্তার, প্রোজেক্ট অফিসার মোঃ আফজাল হোসেন, কৃষিবিদ ইকবাল হোসেন, উত্তরণের কর্মকতা বৃন্দ ও এলাকার যুব সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।