ক্ষুদ্র উদ্যোক্তা গঠনের উপর দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ডিসেম্বর) ডিআরআরএ ট্রেনিং এন্ড রিসোর্চ সেন্টার (টার্ক) এ লিলিয়ানা ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় এবং ডিআরআরএ কর্তৃক বাস্তবায়িত “কমিউনিটি বেইজড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (সিবিআইডি)” প্রকল্পের আওতায় এ দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি সুমাইয়া আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন ডিআরআরএ’র ডেপুটি ব্যবস্থাপক এডমিন এবং ফাইনান্স তরুণ কুমার সরদার।
কর্মশালায় অংশগ্রহনকারীদের পুথি ও কাগজের ঠোঙ্গা তৈরী এবং যুব উন্নয়ন দপ্তরের সেবা গ্রহনের পরামর্শ প্রদান করে সিবিআইডি প্রকল্পের সিবিআর কো-অর্ডিনেটর অসিত দেবনাথ। উক্ত প্রশিক্ষণে মোট ২৫জন অংশগ্রহন করেন।
উল্লেখ্য যে, প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভা জাগ্রত করতে হবে যা আগামী উন্নত বাংলাদেশ গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে। সেই লক্ষে প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন ঘটাতে তাদের হাতের কাজের উপর জোর দেওয়া হচ্ছে। তারই ধারবাহিকতায় ক্ষুদ্র উদ্যোক্তা গঠনের উপর দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।