সাতক্ষীরার শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চিংড়িখালি ইউপি সদস্য মৃত্যু জেতিশ চন্দ্র মন্ডল এর পুত্র বাবু সরজিত কুমার মন্ডল আকস্মিক ভাবে মৃত্যু বরণ করে।
পরিবারের পক্ষ থেকে জানান, বুধবার (৭ ডিসেম্বর ) ভোর ৬ : ৪৫ মিনিটে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করে। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চিংড়িখালী ১নং ওয়ার্ডের ৩ বারের সাবেক ইউপি সদস্য সরজিৎ কুমার মন্ডলের আকর্ষিক মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানান, এবং তার বাড়িতে উপস্থিত হন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা সহ নেতৃবৃন্দ। এ সময় শোক আহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তার মৃত্যু কালে তিন পুত্র সন্তান এক কন্যা সন্তান স্ত্রী সহ