মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপকার ভোগীদের সাথে আজ বিকাল ৩ টায় কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবু, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য আব্দুস সাত্তার মোল্লা, ২ নং ওয়ার্ড সদস্য মকবুল হোসেন, ৩ নং ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম, ৪ নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক, ৫ নং ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম, ৬ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, ৭ নং ওয়ার্ড সদস্য নিজাম হোসেন, ৮ নং ওয়ার্ড সদস্য ডাঃ আব্দুল কাদের, ৯ নং ওয়ার্ড সদস্য বরুণ চক্রবর্তী, সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগম, আলেয়া খাতুন, মৌসুমি আকতার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমগ্র সভাটি পরচালনা করেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান।
প্রধান অতিথি সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন- আমি জনগণকে জানাতে এসেছি আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী । আমরা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখেছে শেখ হাসিনা সরকার। আছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৌরবময় অনেক অর্জন। কৃষি, শিক্ষা, কূটনীতি, বিদ্যুৎ, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে ঘটেছে সরব বিপ্লব। লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে কঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এখন “বিশ্ব মানবতার জননী”। সরকারের সবচেয়ে বড় সাফল্য ব্যাপক অবকাঠামো উন্নয়ন, জঙ্গি দমন, আইনশৃঙ্খলার উন্নয়ন। গ্রামে গ্রামে প্রতিটি ঘরে ঘরে পৌছে যাচ্ছে শেখ হাসিনা সরকারের উন্নয়ন।