বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ যোগাতে গান লিখেছেন ইসমাইল হোসেন সৌরভ। ‘বাংলাদেশ আজ মেতেছে খেলায়’ শিরোনামে গানটির সুরও করেছেন তিনি। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক ও কম্পোজার শান সায়েক, সুজন আহমেদ ও রাকিব স্টালিন।
গানটির সংগীতায়োজনও করছেন শান সায়েক। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে গানের চিত্র ধারণ করা হয়েছে। মিউজিক আর্ট ইউটিউব চ্যানেলে সম্প্রতি গানটি অবমুক্ত করা হয়েছে।
গানটি নিয়ে শান শায়েক বলেন, গানটি বাংলাদেশের খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবে। আশা করি, বাংলাদেশ ক্রিকেট দল এবার বিশ্বমঞ্চ কাঁপাবে। আরেক শিল্পী সুজন আহমেদ বলেন, গানটির মাধ্যমে আমরা খেলোয়াড়দের এই বার্তাই দিতে চাই যে, বাংলাদেশের বিশ্বকাপ জয় করা সম্ভব। খেলোয়াড়দের মধ্যে এই আত্নবিশ্বাস থাকতে হবে। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।
গীতিকার ইসমাইল হোসেন সৌরভ বলেন, এ গানের শুরুটা ২০১৪ সালে। আলোর মুখ দেখল ২০২২ সালে।মা,মাটি ও মানুষের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে গানটি লিখেছি। সুর করেছি। গানটি যদি খেলোয়াড় ও বাঙালির মনে দোলা দেয় তাহলেই আমাদের সার্থকতা। আমরা বিজয় উল্লাস মেতে উঠতে চাই