শিরোনাম ::
শ্যামনগরে ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে অবঃ সেনাবাহিনীর সদস্য সহ তিন প্রতারক আটক শ্যামনগরে হত্যার মামলার আসামিরা ঘুরছে প্রকাশ্যে বিচারের দাবীতে বোনের সংবাদ সম্মেলন শ্যামনগরে সংবাদ সম্মেলন করলেন বিএনপি নেতা সহিদুজ্জামান শহীদ শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার উপকূলে সাউদান চ্যারিটি ফাউন্ডেশনে পানির ড্রাম বিতারণ। শ্যামনগরে ১০ জন প্রতিবন্ধী নারীকে আয়বর্ধক উপকরণ প্রদান শ্যামনগরে দুই আইনজীবীকে ফুলের শুভেচ্ছা প্রদান করলো রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃত্বে বিজয় দিবসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শ্যামনগরে ইউএনওর সাথে মতবিনিময় করলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ জলবায়ু সহনশীল সিসিআরসি’র সাংগঠনিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতকরণ সভা শ্যামনগর উপজেলায় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের কমিটি অনুমোদন সিরাজ সভাপতি ইয়াসিন সম্পাদক শ্যামনগর উপজেলা বাংলাদেশে রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন সিরাজ সভাপতি ইয়াসিন সম্পাদক শ্যামনগরে পাউবোর মেগা প্রকল্পে চলছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি শ্যামনগরে অধ্যক্ষ চেয়ারম্যান জাফরুল আলম গ্রেপ্তার শ্যামনগরে লিডার্সের আয়োজনে আন্ত স্কুল নারী ফুটবল প্রতিযোগিতা  সুন্দরবনের বনদস্যুর হাত থেকে মুক্তির দাবিতে জেলেদের মানববন্ধন সুন্দরবন প্রেসক্লাবের কমিটি গঠন পূনরায় সভাপতি বিলাল ও সাধারণ সম্পাদক মাছুম বীরত্বেগাথা সাতক্ষীরার সাফজয়ী তিন নারী ফুটবলারকে গনসংবর্ধনা নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা  সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগের অভিযানে হরিণের মাংসসহ নৌকা জব্দ শ্যামনগরে শিক্ষকের ওপর সন্ত্রাসী কিবরিয়ার হামলার প্রতিবাদে মানববন্ধন  দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ দানবীর মরহুম আলহাজ্ব জি এম সোহরাব আলীর ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র সহ আটক-১ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করলেন তাবাসসুম মাশিয়া তমা সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগের অভিযানে বনদস্যুদের কবল থেকে ১০ জেলে উদ্ধার শ্যামনগরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত  প্রতারক ভূমি দস্যু মোকসেদ আলী মেয়ে আসমা খাতুন পুলিশ এর হাতে আটক শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন বিএনপি শাখার উদ্দ্যোগে জন – সমাবেশ ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে- শ্যামনগরে জামায়াতে ইসলামী সমাবেশ অনুষ্ঠিত

দুই গোলে জয় নিয়ে পোলিশদের উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আলোচিত খেলা ডেক্স:
হালনাগাদ : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

অসংখ্য আক্রমণ করেও প্রথমার্ধে ভয়চেখ স্ট্যাসনির দেয়াল ভাঙতে পারল না আর্জেন্টিনার তারকাসমৃদ্ধ আক্রমণভাগ। পেনাল্টি মিস করে সবচেয়ে বড় হতাশার জন্ম দিলেন অধিনায়ক নিজেই। তবে এই আর্জেন্টিনা তো ভেঙে পড়ার দল নয়। প্রমাণ মিলল দ্বিতীয়ার্ধ শুরু হতেই। আলেক্সিস মাক আলিস্তের গোলে মিলল দিশা। হুলিয়ান আলভারেসের গোলে লাগাম এলো হাতে। সব শঙ্কা দূর করে নকআউটে পর্বে পা রাখল লিওনেল স্কালোনির দল।

 

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। শুধু শেষ ষোলোর টিকেটিই নয়, দারুণ এই জয়ে গ্রুপ সেরাও হয়েছে আর্জেন্টিনা।

 

তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট আর্জেন্টিনার। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়া।

 

টেবিলের শীর্ষে থেকে শেষ রাউন্ডে খেলতে নামা পোল্যান্ড ছিটকে পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল। তবে একই সময়ে শুরু অন্য ম্যাচে সৌদি আরবের বিপক্ষে বড় জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত মেক্সিকো ২-১ গোলে জয় পায়। ফলে তাদের সমান ৪ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে পরের ধাপে ওঠে ইউরোপের দলটি।

গোল চাই, যেকোনো মূল্যে-সেই চেষ্টায় শুরু থেকেই নেমে পড়ে আর্জেন্টিনা। সপ্তম মিনিটে বক্সের বাইরে থেকে চেষ্টা করেন মেসি, তবে তার পায়ের শটে তেমন জোর ছিল না, অনায়াসে ঠেকান গোলরক্ষক।

 

তিন মিনিট পর ভয়চেখ স্ট্যাসনির কঠিন পরীক্ষা নেন মেসি। দুরূহ কোণ থেকে তার শট কর্নারের বিনিময়ে ফেরান পোলিশ গোলরক্ষক। ষোড়শ মিনিটে মেসির পাস ডি-বক্সে পেয়ে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে উড়িয়ে মারেন মার্কোস আকুনিয়া।

 

মূলত রক্ষণ সামলে প্রতি-আক্রমণের কৌশল নেয় পোল্যান্ড। প্রথম ৩০ মিনিটে তারা তেমন কোনো আক্রমণ করতে না পারলেও ঘর সামলে রাখায় সফল।

 

২৮তম মিনিটে পরপর দুটি ভালো সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেসের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর আকুনিয়ার বক্সের বাইরে থেকে নেওয়া জোরাল শট পোস্টের একটু বাইরে দিয়ে যায়। ৩২তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল তারা; আনহেল দি মারিয়ার কর্নারে বাঁক খেযে বল দূরের পোস্টে যাচ্ছিল, কর্নারের বিনিময়েই ঠেকান স্ট্যাসনি।

 

তিন মিনিট পর আর্জেন্টিনা শিবিরে যোগ হয় আরও বড় হতাশা। তাদের আরেকটি আক্রমণ রুখতে গিয়ে দুর্ঘটনাবশত মেসির মুখে আঘাত করে বসেন স্ট্যাসনি। ভিএআরের সাহায্যে পেনাল্টি দেয় রেফারি। কিন্তু মেসির শট অসাধারণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন স্ট্যাসনি।

 

প্রথমার্ধের বাকি সময়ে আরও দুটি ভালো আক্রমণ করে আর্জেন্টিনা। কিন্তু আলভারেস বা রদ্রিগো দেল পল, কেউই কাজে লাগাতে পারেননি।

 

প্রথম ৪৫ মিনিটে আর্জেন্টিনার আক্রমণের ঢেউ কতটা প্রবল ছিল, তা বোঝা যায় পরিসংখ্যানে চোখ রাখলেও। প্রায় দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে মোট ১২টি শট নেয় তারা, যার সাতটিই লক্ষ্যে। জবাবে পোলিশরা নেয় দুটি লক্ষ্যভ্রষ্ট শট।

 

বিরতিতে আর্জেন্টিনার জন্য একটাই স্বস্তির খবর; অন্য ম্যাচেও স্কোরলাইন গোলশূন্য ড্র। এই অবস্থায় গ্রুপ রানার্সআপ মেসিরা।

 

দ্বিতীয়ার্ধ শুরু হতেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তারা। এই অর্ধের ৬৮ সেকেন্ডের মাথায় নাহুয়েল মোলিনার পাস বক্সে পেয়ে আলেক্সিস মাক আলিস্তের কোনাকুনি শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

 

গোল খেয়ে আক্রমণের মনোযোগ দেয় পোল্যান্ড। তিন মিনিট পর সমতার সুযোগও তৈরি করে তারা। তবে কামিল গ্লিকের হেড একটুর জন্য হয় লক্ষ্যভ্রষ্ট।

 

ওদিকে সৌদি আরবের জালে দ্বিতীয়ার্ধ শুরুর সাত মিনিটের মধ্যে দুবার বল পাঠায় মেক্সিকো। তাতে জমে ওঠে পয়েন্ট টেবিলের লড়াইও।

 

৫৬তম মিনিটে বল পায়ে ডি-বক্সে ঢুকে ঠিকমতো শট নিতে পারেননি মেসি। এমন সুযোগ তৈরি করেও নষ্ট করায় তার চোখেমুখে ফুটে ওঠে হতাশা। পাঁচ মিনিট পর বক্সে দারুণ পজিশনে ফাঁকায় বল পান মাক আলিস্তের। কিন্তু বিনা বাধায় গোলরক্ষক বরাবর শট নেন ব্রাইটনের এই মিডফিল্ডার।

 

৬৭তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন আরভারেস। এনসো ফের্নান্দেসের পাস বাড়ান বক্সে। প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে ঠাণ্ডা মাথায় প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের আলতো ছোঁয়ায় জায়গা বানিয়ে ডান পায়ের জোরাল শটে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড।


এই বিভাগের আরো খবর