সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ৫ তলা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বনশ্রী শিক্ষা নিকেতনের সভাপতি ও মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধার সভাপতিত্বে রবিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৪ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার।
বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিব শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মহিলা সদস্য শিল্পী রানী মৃধা, সাতক্ষীরা উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, একাডেমি সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা অফিসার মিনা হাবিবুর, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল। এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক বৃন্দ, ইউপি সদস্যগন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – “শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার। শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আছে বলে বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বিনা মূল্যে পাঠ্যপুস্তক পায়। আগে কোন সরকার এটা করতে পারেনি। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় রাখার আহবান জানান।”