শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল এর সাথে মুন্সিগঞ্জ সুন্দরবন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪শে নভেম্বর) শ্যামনগর থানায় তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি জি এম ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, সাধারণ সম্পাদক জি এম মাছুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম , কোষাধ্যক্ষ জি এম নজরুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আশিকুর রহমান, কার্যকরী সদস্য বেলাল হোসেন আক্তার হোসেন দীপক মিস্ত্রি সদস্য মোঃ মনির হোসেন, কাদের হোসেন মোঃ হান্নান মনিরুজ্জামান প্রমুখ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি নুরুল ইসলাম বাদল বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশীরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
অপরদিকে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকরা বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের সহায়ক। সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে দেশ সোনার বাংলায় পরিণত হবে। সাংবাদিকের হাতে কোনো অস্ত্র নেই, একটি কলম পকেটে নিয়ে ২৪ ঘন্টা যেন অতন্দ্র প্রহরীর ন্যায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।